রাঙ্গুনিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন একাডেমিক সুপার ভাইজার সুমন শর্মা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১০ জুলাই ২০১৯

রাঙ্গুনিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন একাডেমিক সুপার ভাইজার সুমন শর্মা
মুহাম্মাদ দেলোয়ার হোসাইন,রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নবাগত একাডেমিক সুপার ভাইজার সুমন শর্মা। এ ছাড়াও তিনি শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়,উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন।

বুধবার (১০ জুলাই) সকালে রাঙ্গুনিয়ার
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় হঠাৎ পরিদর্শন আসেন সুমন শর্মা।

তিনি বিভিন্ন শ্রেনীর কার্যক্রম পরিদর্শন করার শেষে শিক্ষক -কর্মচারীদের সাথে শিক্ষার মান নিয়ে মতবিনিময় সভার অায়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি রাঙ্গুনিয়ার শিক্ষার মান উন্নয়ে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলা আবু তাহের আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওলানা মুজিবুর হক, আরবি প্রভাষক এসএম মঈন উদ্দীন, ইতিহাস প্রভাষক কুতুব উদ্দীন, সহকারি শিক্ষক মোজাহেদুল ইসলাম, এবতেদায়ী প্রধান ছৈয়দ জাহেদুল হক প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)