জাতীয়করণের দাবিতে অনশনরত শিক্ষকের চিকিসাধীন অবস্থায় মৃত্যু
জাতীয়করণের দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক মারা গেছেন। ওই শিক্ষকের নাম জাকির হোসেন (৪০)। তিনি মধুখালি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাট ঘাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন চার হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে চলমান আন্দোলনের অংশ নিতে ঢাকায় এসেছিলেন। ‘কয়েকদিন আগে প্রেসক্লাবে অবস্থানকালে অসু্স্থ হয়ে পরেন তিনি। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে পাঠানো হয়। পরে তাঁকে ফরিদপুর ডায়বেটিক হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকায় এনে তাকে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, ‘বাদপড়া’ চার হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ১১তম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কয়েকশ শিক্ষক।
সরকার সাফ বলে দিয়েছে যোগ্য সব প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। আর কোনও প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হবে না। দেশের কোথাও প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দরকার হলে তার সরকার করবে। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা করা কোনও প্রাথমিক বিদ্যালয় আর সরকারি করা হবে না।
তবে, আন্দোলনকারী শিক্ষকরা দাবি করছেন তারা সরকারের প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ প্রক্রিয়া থেকে বাদ পড়েছে। তাই আন্দোলন করে সরকারিকরণের দাবি করে যাচ্ছেন। অপরদিকে সরকার ২৬ হাজারের বেশি যোগ্য ও বৈধভাবে প্রতিষ্ঠিত বিদ্যালয় সরকারিকরণ করেছে।