ছেলে ধরা গুজব প্রতিরোধে লংগদুতে পুলিশ প্রসাশনের তৎপরতা
তাজ মাহমুদ,লংগদু, রাঙ্গামাটি ||
ছেলে ধরা গুজব রোধে লংগদুতে পুলিশ প্রশাষনের উদ্যোগে গুজব বিষয়ে জনসচেতনামুলক কার্যক্রমের অংশ হিসাবে আজ ২৪ জুলাই, ২০১৯ সকাল ৯ঃ০০ টার সময় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে আসেন সার্কেল এএসপি আব্দুল আওয়াল এবং লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মাদ নুর। রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম এর উপস্থাপনায় শিক্ষাথীদের উদ্দেশ্য বক্তব্য দেন লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মাদ নূর এবং বাঘাইছড়ি সার্কেলের এএসপি জনাব আব্দুল আওয়াল ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য দেয়ার সময় বলেন, “সারাদেশে ছেলে ধরা আতংক বিরাজমান। পদ্মাসেতু তৈরী করতে মাথা লাগবে এসকল গুজব ছড়িয়ে দেশে এক অস্থিতিশীল পরিবেশ তৈরীর পায়তারা চলছে। তোমাদেরকে কোন প্রকার গুজবে কান দেওয়া যাবে না।সবাইকে সচেতন থাকতে হবে। তোমাদের যদি কাউকে সন্দেহজনক মনে হয় প্রশাশন কে খবর দিবে, ৯৯৯ এই হটলাইন নাম্বারে কল করবে, আশেপাশের লোকদের বলবে, স্কুলের শিক্ষকদের বলবে তবে কেউ আইন নিজের হাতে তুলে নিবে না। অপরিচিত লোকের দেয়া কিছু খাবে, সতর্ক থাকবে। আর পুলিশ তোমাদের পাশেই আছে সবসময়।
দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন জায়গার ভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারপরেও যদি কাউকে সন্দেহ হয় নিকটস্থ দায়িত্বশীলদের খবর দিতে হবে।”