গুজব প্রতিরোধে প্রচারণা চালালো ইবি ছাত্রলীগ
মুখলেসুর রাহমান সুইট :ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ ছেলেধরা ও পদ্মা সেতু গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে প্রচারণা করেছে।
আজ ২৭ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকান ও সাধারন শিক্ষার্থীদের মাঝে গিয়ে গুজব রুখতে প্রচারণা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ ও জনসচেতনতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন , কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কাজে যারা গুজব ছড়িয়ে বাধা সৃষ্টি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সাধারন মানুষের মধ্যে সচেতনতা তৈরীর জন্য আমরা কাজ করে যাচ্ছি।এরই ধারাবাহিতায় ছেলেধরা ও পদ্মা সেতু গুজব নিয়ে সচেতনতা তৈরী করতে লিফলেট বিতরন করেছি এবং সবাইকে বুঝিয়েছি একটা মহল চাচ্ছেনা দেশের উন্নয়ন হোক তাই এ গুজব ছড়ানো হচ্ছে। আমরা সকলকে গুজবের রোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছি।
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, পদ্মা সেতুর কাজকে বাধাগ্রস্থ করার জন্য যে গুজব সৃষ্টি করা হচ্ছে সেটি থেকে মানুষকে সচেতন করার জন্য সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের এই কর্মসূচী।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন হল, অনুষদ ও বিভাগের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।