ছেলেধরা গুজবে কান না দেওয়া ও ডেঙ্গু থেকে সর্তক থাকার আহবান লায়লা বিলকিসের
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
ছেলেধরা গুজবে কান না দেওয়া ও ডেঙ্গু থেকে সর্তক থাকার আহবান জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লায়লা বিলকিস। তিনি বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এ গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে বেশ কযেকজন মানুষ নিহত ও অাহত হওয়ার ঘটনা ঘটে।
পদ্মা সেতুর জন্য মানুষের মাথার রক্ত লাগবে এ বিষয়টি সম্পূর্ণ গুজব বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।এ ধরনের গুজবে অাতক্ঙিত না হয়ে গুজব রটনাকারীর তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার করার আহবান জানান। এ ছাড়াও ডেঙ্গু থেকে সর্তক এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ারও আহবান জানান।
গত বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রোশাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে স্কুলের প্রধান শিক্ষক সোমা দাশের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জিসা চাকমা, সংবর্ধেয় অতিথির বিদ্যালয়ের বিদায়ী সহকারী শিক্ষিকা স্মৃতি বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অাবদুল মান্নান সওদাগর, মহিলা সদস্য পারভীন অাখতার, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক লীলাময়ী বড়ুয়া, মাহমুদুর রশিদ মাসুদ,কামরুন নাহার চৌধুরী, সেলিনা অাখতার, সৈয়দা ফাতেমা ইয়াছমিন,সুমনা কুন্ডু, বর্ণালী বড়ুয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,আপনারা যারা পিতা-মাতা ও অভিভাবক উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের খবরাখবর রাখবেন, আপনার ছেলেমেয়েরা কোথায় যায়, কার সাথে মিশে এবং ঠিক মত স্কুলে আসে কি-না সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি ছেলে-মেয়েরা বাসায় ঠিকমত পড়াশুনা করছে কি না সেই বিষয়েএ খেয়াল রাখবেন, কারণ আপনাদের উপর আপনার ছেলে-মেয়ের ভবিষ্যত নির্ভর করছে।