প্রধানমন্ত্রীর সাথে এম,পিও,ভুক্ত শিক্ষক প্রতিনিধি দলের সাক্ষাৎ চেয়ে চিঠি
নিজস্ব প্রতিনিধি ||
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চেয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ( নজরুল ) এর সাংগাঠনিক সম্পাদক একটি চিঠি লিখেছেন। তা শিক্ষা প্রতিদিনের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলঃ
০২ আগষ্ট, ২০১৯ খ্রিঃ
বরাবর,
জননেত্রী শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়ঃ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এম,পিও,ভুক্ত শিক্ষক প্রতিনিধি দলের সাক্ষাতের জন্য আবেদন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, বিগত দশ/বারো বছর যাবৎ এম,পিও,ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৈষম্য নিরসনের দাবীতে,চাকরী জাতীয়করণের জন্য বিভিন্ন উপায়ে আপনাকে অবগত করার চেষ্টা করা হয়েছে। আপনার অধঃস্তন, মাননীয় শিক্ষামন্ত্রী,শিক্ষা উপমন্ত্রী, সাংসদ,শিক্ষা সচিব,ও মাউশি মহাপরিচালক মহোদয়ের সাথে একাধিক আলোচনায় কর্মরত শিক্ষকদের চাকরী জাতীয়করণে রাষ্ট্রের সকল সুবিধা-অসুবিধা ও শিক্ষার মানন্নোয়নে জাতীয়করণের ভূমিকা তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এতো কিছুর পরেও আজ অবধি এম,পিও,শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায়, এম,পিও,ভুক্ত শিক্ষক সমাজের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।যা পরবর্তী শিক্ষা কার্যক্রমকে গতিশীলতার পথে বাধা হওয়ার আশঙ্কা তৈরী করছে। এমন পরিস্থিতে সাধারন শিক্ষকরা তাদের প্রতিনিধিদের মাধ্যমে আপনার সাক্ষাৎ মনে প্রাণে কামনা করছে,যেনো শিক্ষক প্রতিনিধিরা, শিক্ষকদের সকল বৈষম্য সরাসরি মানবতার মা, জননেত্রীর সম্মুখে প্রকাশ করে, দাবী আদায়ের পথ সুগম করতে পারে। শিক্ষকদের মনে এমন হতাশা সৃষ্টি হয়েছে যে আপনি ছাড়া,শিক্ষকরা বিভিন্ন মহলের কুট-কৌশলের স্বীকার হয়ে যে বৈষম্যে সৃষ্টি হয়েছে তা নিরসন করা এক মাত্র আপনি ছাড়া আর কারও পক্ষে সম্ভব নয়।
অতএব,মাননীয় শিক্ষক মাতার নিকট আবেদন শুধু একবার আপনার স্নেহের আঁচলে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে আপনার নিকট শিক্ষকদের আজন্ম দুর্দশার ও বৈষম্যের কথাগুলো বলার সুযোগ করে দিতে, আপনার নিকট সদয় সম্মতি আশা করছি ও একটি ৩০/৪০ সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার অনুমতি প্রদানের সদয় মর্জি কামনা করছি।
নিবেদক
সকল শিক্ষক-কর্মচারীদের পক্ষে-
মোহাম্মদ মোকাররম হোসেন (আপন)
(০১৮৪৯৯৭৯৮০৪)
সহকারী প্রধান শিক্ষক,
কে,জি আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়,
চিওড়া,চৌদ্দগ্রাম,কুমিল্লা।
ও
সাধারন সম্পাদক,
বাংলাদেশ শিক্ষক সমিতি(নজরুল)
চট্টগ্রাম বিভাগ।
[ বিঃদ্রঃ উপরিউক্ত আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ করছি। ]