রাঙ্গুনিয়ায় প্রথম শ্রেনিতে পড়ুয়া শিশুকে বলাৎকারের অভিযোগে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৫:৩২ এএম, ৮ আগস্ট ২০১৯ | আপডেট: ০৫:৩৯ এএম, ৮ আগস্ট ২০১৯

প্রতীকী ছবি
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পৌরসভার ইছাখালী গুচ্ছগ্রাম এলাকায় ১ম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে রাঙ্গুনিয়া থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার(৮ আগষ্ট) দুপুর দুইটার দিকে উপজেলা সদর ইছাখালী পৌরসভা গুচ্ছগ্রামের নিবাসী রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম(২২) কর্তৃক একই গ্রামের শিল্পী আকতারের প্রথম শ্রেনিতে পড়ুয়া ছেলে তাসমির আলম ফাহিমকে (৭) কে বলাৎকারের অভিযোগ করা হয়।

এদিকে শিল্পী আকতার বলে,অামার ছেলে “ব্র্যাক স্কুলের ১ম শ্রেণিতে পড়ে, সে পরীক্ষা দিয়ে এসে ভাত খেয়ে উঠানে খেলতে যায়। প্রতিবেশী যুবক সাইফুল তাঁকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। ওই সময় তাঁর বাড়িতে কেউ না থাকায় ঘরের পিছনের কক্ষে নিয়ে তাকে বলাৎকার করে। অামার ছেলে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,
শিশুটির পায়ুপথে প্রচুর রক্তক্ষরণ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসা হয়েছে! অামরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য রেফার করি।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সুব্রত চৌধুরী গণমাধ্যমেকে জানান, শিশু বলাৎকারের অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছেন।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)