রাঙ্গুনিয়ায় স্কুল ছাত্রীর বাবাল্যবিবাহ বন্ধ করেন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি
মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের জেএসসি পরীক্ষার্থীর বিবাহ বন্ধ করেন স্কুলের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার (৮ গষ্ট) সকালে জেএসসি পরীক্ষার্থী সোনিয়া (ছদ্মনাম) অফিস কক্ষে এসে বিবাহ দেয়ার ঘটনা খুলে বলে।
এদিকে সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন গণমাধ্যমকে বলেন, সকালে অফিস সময়ে মেয়েটি অফিস কক্ষে এসে কান্নাকাটি করে তার মা জোরপূর্বক মেয়েটির বিবাহ ঠিক করে তখন আমি মেযেটিকে অভয় দিয়ে ক্লাস করতে শ্রেনিকক্ষে পাঠিয়ে পরে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে দীর্থক্ষণ আলোচনার মাধ্যমে সর্বশেষ সিদ্ধান্ত গ্রগণ করি, আমরা সবাই ছাত্রীর অভিভাবকের সাথে দেখা করে তার বিবাহ থামাবো, যদি অভিভাবক আমাদের কথা না শুনলে তাহলে অামরা পরর্বতী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সহযোগিতা নিবো। কিন্তু আমরা যখন শিক্ষক সহ সবাই মেয়ের অভিভাবকের সাথে দেখা করি তখন মেয়ের মা ভয় পেয়ে মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেয়ার লিখিতভাবে অঙ্গিকার করেন।
প্রসঙ্গত,জানা য়ায়, মেয়েরটির পিতা বিদেশে থাকার কারণে মেয়েটির মা মেয়েটির কথা না শুনে বিবাহ কথা চুড়ান্ত করে ফেলে।