ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাঁওতাল দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি ||
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবসাী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্ত্র থেকে একটি
বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও ও আদিবাসী পরিষদের আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র এপিসি শামিম হোসেন, জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান চৌধুরী, কৃষি ডিল্লোমা ইন্সটিটিউটের সভাপতি আশরাফ হোসেন, জেলা আদিবসাী ছাত্র পরিষদের সভাপতি বিষু রাশ মুরমু, প্রেমদীপ প্রকল্পের সুজন খান, শাহীন, সামসুৎ
তাবরীজ, ঝর্না বেগম প্রমুখ।
অপরদিকে ঠাকুরগাঁও জেলা আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সদর থানার ওসি আশিকুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি অমল টুডু, সাধারণ সম্পাদক বকুল চন্দ্র বর্মন প্রমুখ।