এমপিওভুক্ত শিক্ষকরা একদফা দাবি বদলির দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন করবে ১লা সেপ্টেম্বর

মোঃ সিরাজুল ইসলাম
মোঃ সিরাজুল ইসলাম,
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৪ আগস্ট ২০১৯

এমপিওভুক্ত শিক্ষকরা একদফা দাবি বদলির দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন করবে ১লা সেপ্টেম্বর
মোঃ সিরাজুল ইসলাম ||
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত বদলি ব্যবস্থা চালুর দাবিতে ১লা সেপ্টেম্বর, ২০১৯ ঢাকায় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানবন্ধন ও আলোচনা সভা পালন করবে। বেসরকারি শিক্ষকদের দীর্ঘ দিনের প্রানের দাবি বদলি।এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত ছিল ইতিবাচক। সম্প্রতি ২০২০ সালের মধ্যে বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি চালু হবার সিদ্ধান্ত হয় যার সকল কার্যক্রম হবে অনলাইনে। সরকারের এমন সিদ্ধান্তে শিক্ষকরা আশার আলো দেখেন ও সরকারের প্রশংসিত হয় বিভিন্ন মহলে।ইতিমধ্যে ২০১৯সাল শেষ হওয়ার দ্বারপ্রান্ত কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় হতাশ হচ্ছেন শিক্ষকরা। তাই দ্রুত প্রজ্ঞাপন ও বদলির আদের জারির দাবিতে সারা বাংলাদেশের শিক্ষকরা একত্রিত হয়ে মানবন্ধন পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতা ও এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির একজন উদ্যোক্তা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি (সিরাজুল ইসলাম) আরো জানান ১লা সেপ্টেম্বর মানবন্ধনের পাশাপাশি শিক্ষা সচিব ও মাউশি মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুকের সঙ্গে আলাপ করে স্মারকলিপিও প্রদান করবেন।

আজ দুপুর ২টায় তিনি এ তথ্য নিশ্চিত করেন ।জানাব হারুন অর রশিদ নামে আরেক শিক্ষক জানিয়েছেন এত স্বল্প আয়ে ও ১০০০টাকা বাড়ি ভাড়ায় নিজ বাড়ি থেকে ৫০০/৭০০ কিঃমিঃ দুরে চাকরি করা অসম্ভব।শিক্ষা প্রতিষ্ঠানের সিন্ডিকেট ও দুর্নীতি রোধ করে শিক্ষা ব্যবস্থা গতিশীল করতে বদলি চালু জরুরি।

প্রসঙ্গত এমপিও নীতিমালা ২০১০,২০১৮ তেও বদলি চালুর বিধান ছিল। এত বছরেও কার্যকর না হওয়ায় ৬৪ জেলার শিক্ষক কর্মচারীরা একদফা একদাবি বেসরকারি শিক্ষকদের বদলির দাবিতে সোচ্চার হয়েছেন।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)