চুয়েটের ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের হল রুমে ১৭ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা উদযাপন কমিটির সভাপতি ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল আলম,প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডীন ড.রবিউল অালম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন ড. মুহাম্মদ কামরুজ্জামান,( অতি: দায়িত্ব)রেজিস্ট্রার ড.ফারুক-উজ- জামান চৌধুরী,ছাত্রকল্যাণ পরিচালক ড.মশিউর হক, প্রমুখ।
এদিকে ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সকালে অনুষ্ঠিত হয়েছে আনন্দ র্যালি, পতাকা উত্তোলন, আলোচনা সভা।