বদলির দাবিতে মানববন্ধন করেন এমপিওভুক্ত শিক্ষকরা
আসাদুর রহমান, নিজস্ব প্রতিনিধি ||
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বদলির দাবিতে মানববন্ধন করেন এমপিওভুক্ত শিক্ষকরা । মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কে বি নূরজাহান খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হারুন অর রশিদ ও সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে ‘এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি বাস্তবায়র কমিটির’ ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সারাদেশ থেকে আসা শিক্ষকরা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী সৈয়দ আজম বলেন, ‘গত পাঁচ বছরে ধরে আমি চাকরি করছি। চাকরির কারণে আমার বাবা-মা গ্রামে থাকেন। তারা অসুস্থ, বৃদ্ধ। আমি দূর থেকে তাদের আত্মচিৎকার উপলব্ধি করতে পারি। কিন্তু কিছুই করার থাকে না। এটা যে কত কষ্টের, যারা বাইরে আছেন, বিভিন্ন জেলায় চাকরি করছেন, তারাই বলতে পারবেন।’
তার অভিযোগ, ‘এই চাকরিতে বদলির ব্যবস্থা না থাকায় স্থানীয় শিক্ষকরা কখনও সিন্ডিকেট তৈরি করে। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষকদের নির্যাতন করে তারা। সিন্ডিকেটের আওতায় শিক্ষকরা পড়লে তাদেরকে মানুষও মনে করা হয় না অনেক সময়।’
২০২০ সালের মধ্যে সরকার কার্যকর করা হওয়ার কথা বলছে সরকার। কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের এ লক্ষ্যে বিশেষ কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না তাঁরা
তাঁদের দাবি, ২০২০ সালের মধ্যে এই আইন কার্যকর করুক সরকার। কিন্তু তার আগে তাদেরকে আশ্বস্ত করতে এ লক্ষ্যে গেজেট প্রকাশ করারও জোরালো দাবি করেন মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষকরা।