বদলির দাবিতে শিক্ষা সচিবের নিকট স্মারকলিপি প্রদান ও আলোচনা

মোঃ সিরাজুল ইসলাম
মোঃ সিরাজুল ইসলাম,
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ৩ অক্টোবর ২০১৯

বদলি
মোঃ সিরাজুল ইসলা, নিজস্ব প্রতিনিধি ||
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির একটি প্রতিনিধি দল আজ ০৩ অক্টোবর, ২০১৯ রোজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু ও ইনডেক্সধারিদের প্রতিষ্ঠান পরিবর্তন সুযোগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,সচিবালয় স্মারকলিপি ও আলোচনা করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব সোহরাব হোসাইন স্যার ও অতিরিক্ত সচিব জনাব জাবেদ আহমেদ স্যারের সাথে সাক্ষাৎ ও আলোচনার পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু ও ইনডেক্সধারিদের প্রতিষ্ঠান পরিবর্তন বিষয়ক স্মারকলিপি প্রদান করেন। আজ বিকাল ৩টা ৩০ মিনিট সচিব মহোদয় অত্যন্ত আন্তরিকতার সহিত বিস্তারিত শুনেন এবং সরকার বদলি ব্যবস্থা চালু ব্যাপারে পজিটিভ মনোভাব পোষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অাশ্বাস দেন বলে জানান শিক্ষক নেতারা। বিকাল ৪:৩০ মিনিট প্রতিনিধি দলটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব জাবেদ আহমেদ স্যারের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন এবং বদলি বিষয় ও প্রতিষ্ঠান পরিবর্তন বিষয় আলোচনা করেন।তিনি মনোযোগ দিয়ে বিস্তারিত শুনেন এবং বদলি সাপোর্ট করেন।ব

দলির ব্যাপারে আমাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন বলে জানান শিক্ষক নেতা ও এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব সিরাজুল ইসলাম ।এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব হারুন অর রশিদ বলেন অতিরিক্ত সচিব জনাব জাবেদ আহমেদ শিক্ষকদের ধৈর্য ধরতে অনুরোধ করেন এবং শীঘ্রই এ ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিবেন, তিনি মুলত বদলির পক্ষে।
আজ উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ, জিয়াফুল ইসলাম প্রমুখ।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)