বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চের আয়োজন
মোঃ সিরাজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি ||
আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চের অস্থায়ী কার্যালয় “মোমেনশাহী ইসলামী একাডেমী এন্ড কলেজ ” প্রাঙ্গণে সকাল ১১:০০ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম মহাসচিব জনাব আশরাফুল ইসলাম হীরা। তিনি বলেন বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে কোন বিকল্প নেই। তিনি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে সরকারের প্রতি জোর দাবী জানান। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রুপম রশীদ অপরূপ বলেন অনতিবিলম্বে অতিরিক্ত ৪% কর্তন বন্ধ করুন এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণর করে শিক্ষকদের প্রাণের দাবী পূরণ করুন ।
সংগঠনটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক, দপ্তর সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক সহ সকল কেন্দ্রীয় কমিটির ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয়করণের পক্ষে বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক নেতা, সংগঠক ও সাবেক অধ্যক্ষ জনাব শাসমসুল বারী আকন্দ। তিনি বলেন, বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবী আজ গণ দাবীতে পরিণত হয়ে। তাই অবিলম্বে সরকারের এ যৌক্তিক দাবী মেনে নেওয়া উচিত। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চের মহাসচিব জনাব আবুল বাশার নাদিম ও সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব এ.কে. এম বদর উদ্দিন।