ভারতে কোকেনসহ বিজেপি নেত্রী গ্রেপ্তার
ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ক্ষমতাসীন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে কোকেনসহ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে কয়েক লক্ষ টাকার মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
এসময় পামেলার সঙ্গে গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা প্রবীর দে। তারা দু’জনেই এক গাড়িতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে পামেলা নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে প্রবীর ছাড়াও পামেলার নিরাপত্তারক্ষীরা ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গাড়ি আটকায়। এসময় পামেলার কাছ থেকে ১০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। ওই মাদকের বাজারদর প্রায় কয়েক লক্ষ টাকা বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কেন এবং কোথায় ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, কোনও বড় চক্রের সঙ্গে পামেলারা জড়িত রয়েছেন কি না এবং এ বিষয়ে অন্য কারো যোগাযোগ রয়েছে কি না-তা তদন্ত করে দেখা হবে।
দীর্ঘ দিন ধরে বিজেপি দল করেন পামেলা। সম্প্রতি তিনি বিজেপির যুব মোর্চার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন।