আগে বিয়ে পরে আইপিএল

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৫ মার্চ ২০২১

ফাইল ছবি
অজি স্পিনার অ্যাডাম জাম্পা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ১৭৩টি ম্যাচ খেলেছেন। আর এই ম্যাচগুলো খেলে তিনি ২০০টি উইকেট শিকার করেছেন। গত মৌসুমে অর্থাৎ ২০২০ সালে তিনি ব্যাঙ্গালুরুর হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলেছিলেন। আর এই ৩টি ম্যাচ খেলে তিনি মাত্র ২টি উইকেট শিকার করেছিলেন।

এবার ও তিনি আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলবেন। তবে দলের হয়ে আইপিএলের প্রথম ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি। কারণ ওই সময় নিজের বিয়ে নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।

আর বিয়ে করার জন্য জাম্পা কোহলিদের হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না। এ বিষয়টি জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পরিচালক মাইক হেসন। তিনি টুইটারে এক ভিডিও বার্তায় এই বিষয়টি জানান।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৯ এপ্রিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু। আর এই ম্যাচটির মাধ্যমেই আইপিএলে ১৪তম আসরের পর্দা উঠবে।

মাইক হেসন জাম্পার বিয়ের বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা আমাদের প্রথম ম্যাচে বিদেশি খেলোয়াড়দের সবাইকে পাব না। অ্যাডাম জাম্পা বিয়ে করছে। এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমরা বিষয়টি জানি ও এই বিষয়টিকে সম্মান করি। আর আমরা প্রত্যাশা করি সে খুব ভালো একটি সময় কাটাবে। যে যখন আমাদের সঙ্গে যোগ দেবে তখন সে পুরোপুরি সতেজ থাকবে আর আমাদের জন্য বড় অবদান রাখবে।’

এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিদেশি খেলোয়াড়রা সবাই একসঙ্গে এবারের মৌসুমে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। বিভিন্ন ঝামেলা শেষ করে তারা আসবেন। আর ভারতে পৌঁছানোর পর প্রত্যেককে ৭ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর কোয়ারেন্টাইন শেষেই তারা দলের সঙ্গে যোগ দিতে পারবে। সৌজন্যঃ জাগোনিউজ২৪


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)