এসএসসির ফরম পূরণ স্থগিত করা হয়েছে
স্থগিত করা হয়েছে সারাদেশে এসএসসির ফরম পূরণ। সরকারের কঠোর বিধি-নিষেধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিলম্ব ফি দেয়া লাগবে না।
সোমবার আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘মহামারি একটি জাতীয় সমস্যা। সরকারের নতুন বিধি-নিষেধের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফরম পূরণের সময় বাড়ানো হবে। ’
বোর্ড সূত্র জানায়, ‘ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থীরা নিজেদের ফরম পূরণের কাজ শেষ করেছে।
এখনো যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র মতে, ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ৮ এপ্রিল শেষ হবে।
আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করবে দেশের সকল শিক্ষা বোর্ডগুলো।