‘আমার গায়ে হাত দেয়, গালাগাল করে, জুতা ছুড়ে মারে’
ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েই বিধানসভা নির্বাচনে পূর্ব বেহালা আসন থেকে প্রার্থী হয়েছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। রোববার (৪ এপ্রিল) নির্বাচনি প্রচারে বেরিয়ে তৃণমূলকর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
পায়েল সরকারের মিছিলে ঠাকুরপুকুর থানার চেকপোস্টে তৃণমূলকর্মীরা আচমকা হামলা করেন। ঘটনার বর্ণনা দিয়ে পায়েল সরকার ভারতীয় সংবাদমাধ্যমে বলেন—‘আমরা প্রচার করছিলাম। ২৭৬ নম্বর বুথে যখনই প্রবেশ করি, তখন আমাদের ছেলে-মেয়েদের ওপর আক্রমণ করে এবং মারধর করতে থাকে। দুঃখজনক বিষয় হলো ওরা নারীদেরও ছাড়েনি। ওখানে কিছু পুলিশ উপস্থিত ছিল তাদেরকে ফোর্স পাঠানোর অনুরোধ করি, কিন্তু তারা পাঠায়নি। আমাদের ছেলে-মেয়েরা ওখানে মার খেয়েছে।’
শুধু বিজেপি কর্মীরা নন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন পায়েল সরকারও। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘থানায় যাওয়ার পর আমার গায়ে হাত দেয়, গালাগাল করে, জুতা ছুড়ে মারে। আমি বুঝতে পারছি না, এরকম শক্ত একটি গেট থানার সামনে। তারপরও সেটা ভেদ করে কীভাবে থানায় প্রবেশ করলো। তাছাড়া আমি যখন বাইরে ছিলাম তখনো আমাকে গালাগাল করা হয়।’
গত ১৫ সেপ্টেম্বর মুক্তি পায় পায়েল অভিনীত ওয়েব সিরিজ ‘মিসম্যাচ’। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। এতেও আবেদনময়ী লুকে হাজির হয়েছেন পায়েল। তবে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।