ইসরায়েলের মধ্যস্থলে ব্যাপক হামলা, এলাকা ছাড়ছে ইহুদীরা

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৯ মে ২০২১

রকেট হামলা। ফাইল ছবি
ফিলিস্তিনে চলমান বিমান হামলার জবাবে ইসরায়েলের মধ্যস্থলে ব্যাপক হামলা চালাচ্ছে গাজার ইসলামি সংগঠনগুলো। মঙ্গলবার (১৮ মে) মধ্যরাত থেকে চলমান এসব হামলায় প্রাণভয়ে ধনী ইহুদীরা সীমান্তবর্তী এলাকা ত্যাগ করেছে।

বুধবার (১৯ মে) ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইসরাইলের কেন্দ্রস্থলসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস। ইতোমধ্যে ধনী পরিবারগুলো সীমান্তবর্তী এলাকা ছেড়েছে। দক্ষিণ ইসরাইল ও দেশটির মূল কেন্দ্রে রকেট হামলা চালানো হচ্ছে। আশদোদ শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে। ইসরাইলি বিমান বাহিনীর ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানানো হয়।

জানা যায়, বুধবারও ইসরায়েলে ৭টি রকেট আছড়ে পড়ে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের তথ্য গোপন রেখেছে ইসরায়েল। ইতোমধ্যে হামাসের বৃষ্টির মত রকেট হামলায় মারা গেছে ১২ ইসরায়েলি। সাড়ে ৩শতাধিক ইহুদী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এর মধ্যে রকেট হামলায় আহত হয়েছেন ১১৪ জন।

ইসরায়েলের সঙ্গাব্দ মাধ্যম হারেটজের খবরে বলা হয়, হামাসের ছোঁড়া এসব রকেট এশকল অঞ্চলে আঘাত হেনেছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আশখেলনে রকেট হামলা হয়েছে। সেখানে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)