চাকরিজীবী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই : হেলেনা জাহাঙ্গীর

মুহাঃ নাসির উদ্দিন
মুহাঃ নাসির উদ্দিন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৫ জুলাই ২০২১ | আপডেট: ০৭:৪৮ এএম, ২৫ জুলাই ২০২১

হেলেনা জাহাঙ্গীর
আওয়ামী চাকরিজীবী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না, এখনো নেই বলে দাবি করেছেন হেলেনা জাহাঙ্গীর। শনিবার (২৪ জুলাই) রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন দাবি করেন।

তিনি লিখেছেন, ‘আমার আওয়ামী চাকরিজীবী লীগের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না, এখনো নেই। আমি কোথাও কী লিখেছি আমি আওয়ামী চাকরিজীবী লীগের সাথে সম্পৃক্ত? আমাকে প্রস্তাব দিয়েছে সভাপতি হতে আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আমি সভাপতি হব। এর বেশি কিছু আমার জানা নেই।’

তিনি লিখেছেন, ‘আর আমার জীবনে আমি কখনো কোনো নিয়ম ভঙ্গ করি নাই, করার প্রশ্নই আসে না। একটা কু-চক্রী মহল মিথ্যা ও বানোয়াট নাটক দিয়ে নোংরামি করার অপচেষ্টা চালাচ্ছে মাত্র।’


ধান্ধা লীগে বিব্রত আওয়ামী লীগ

গত দুই দিন আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের ছবি ও নাম ব্যবহার করা হয়েছে।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ছিলেন। চাকরিজীবী লীগ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি ঢাকা পোস্টকে বলেন, একটা উপ কমিটিতে থাকলে কাজ করার জন্য সবার সঙ্গে আলোচনা করতে হয়। তার কর্মকাণ্ডে উপ কমিটি বিব্রত হয়ে তাকে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

Source: Dhaka Post