অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাক ব্যাংকে চাকরি

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

ব্র্যাক ব্যাংক লিমিটেডব্র্যাক ব্যাংক লিমিটেড

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে এই নিয়োগ দেবে। ব্র্যাক ব্যাংক লিমিটেড

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদটিতে আবেদন করতে হলে প্রার্থীককে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। আইইএলটিএস স্কোর ৭.৫ এবং সিএফএ লেভেল-১ থাকলে তা নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুযোগ বয়ে আনবে। প্রার্থীর বাংলা ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান আবশ্যক। সব বয়সের প্রার্থীই আবেদন করতে পারবেন।

পদটিতে নিয়োগপ্রাপ্তররা প্রতি মাসে ৬৫,০০০ টাকা বেতন পাবেন। এছাড়া কোম্পানির অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও এনআইডি কার্ডের নাম্বার উল্লেখপূর্বক জীবনবৃত্তান্তসহ বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন……

ব্র্যাক ব্যাংক লিমিটেডব্র্যাক ব্যাংক লিমিটেড


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)