জামালপুরে সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ০৭:০৫ এএম, ১৭ ডিসেম্বর ২০২৪

ছবিঃ The Jamuna
জামালপুরে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জামালপুর আদালত থেকে বাসায় ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত ১৭ আগস্ট সদর থানায় করা এক মামলার আসামি ছিলেন তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জাগো নিউজকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র প্রদর্শনের মামলায় তাকে আটক করা হয়েছে। পরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন পরবর্তীতে শুনানির জন্য রেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)