ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ দেবে ১৫৬ জনকে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বিভিন্ন পত্রপত্রিকাসহ অনলাইন গণমাধ্যমগুলোতেও এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন গ্রেডে চারটি পদে সর্বমোট ১৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সব স্থায়ী বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, মাস্টার ড্রাইভার, স্পিডবোট ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা
চারটি পদে সর্বমোট ১৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম আষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সব পদে আবেদনের জন্য ১ ডিসেম্বর, ২০১৮ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন স্কেল
চারটি পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২৩,৪৯০ টাকা (১৫তম গ্রেড) বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে কম্পিউটার কম্পোজ করে প্রার্থীর নিজ হাতে স্বাক্ষরসহ আবেদনপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইট (http://fireservice.gov.bd) থেকে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আছে।
আবেদনের সময়সীমা
ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য আগামী ১১ জানুয়ারি, ২০১৯ এবং খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য আগামী ১২ জানুয়ারি, ২০১৯ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে।
সূত্র : দৈনিক ইত্তেফাক, ১২.১২.২০১৮।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে…