শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নির্দেশিকা
মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, এর অধীভূক্ত অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার নিদের্শ প্রদান করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম-২০১৬ এর যথাযথ ব্যবহার যথাযথ নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রয়োজনী নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে বলা হয়েছে।
সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশিত টেক্সট, ছবি, অডিও ,ভিডিও ইত্যাদি গুরুত্বের সঙ্গে নির্বাচন ও বাছাই করতে হবে।
ব্যাক্তিগত ও পারিবারিক বিষয়াদি সংশ্লিষ্ট কোন কন্টেন্ট প্রাতিষ্ঠানিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।
জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোন রকম কন্টেট প্রকাশ করা যাবেনা।
কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মীয় নিরপেক্ষতার নীতি পরিপন্থী কোন পোস্ট দেওয়া যাবেনা।
রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা সংশ্লিষ্ট কোন কিছু পোস্ট করা যাবে না।
কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানক রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে কোন রকম কন্টেন্ট প্রকাশ করা যাবেনা।
লিঙ্গ বৈষ্যম বা বির্তকিত কোন পোস্ট করা যাবে না।
জনমনে অসন্তোষ বা ভীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোন পোস্ট প্রকাশ করা যাবে না।
প্রতিটি সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষা-প্রতিষ্ঠান বছরে অন্তত একবার যথাযথ মূল্যায়নে ভিত্তিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সোশ্যাল মিডিয়া পুরস্কার ও স্বীকৃতির ব্যবস্থা রাখবে।