মিরাজের প্রথম ফিফটিতে সহজ জয় রাজশাহী কিংসের

স্পোর্টস ডেস্ক ।। শিক্ষা প্রতিদিন
স্পোর্টস ডেস্ক ।। শিক্ষা প্রতিদিন,
প্রকাশিত: ১০:০৬ পিএম, ৯ জানুয়ারী ২০১৯

বিপিএল টি-টোয়েন্টিতে টানা হারতেই আছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। অন্যদিকে প্রথম রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রথম ফিফটিতে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে। খুলনাকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পায় রাজশাহী কিংস।

বিপিএল

টানা তিন ম্যাচেই টস জিতেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের দুইবার টস জিতে ফিল্ডিং নিলেও এবার আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। অবশ্য তাতে কিছুটা লাভের আশা দেখছিল দলটি। দুই ওপেনার পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দীকি এই ম্যাচেও দলকে দারুণ শুরু এনে দেন। দুই ওপেনার মিলে দলীয় স্কোরবোর্ডে যোগ করেন ৪০ রান। তারপরেই সাজঘরের পথ ধরেন স্টার্লিং। ১৪ বলে ১৬ করে মুস্তাফিজের বলে আউট হন তিনি।

তার পরের ওভারেই জুনায়েদ সিদ্দীকিও একই পথে হাটেন। উদানার বলে ২৩ রান করে আউট হন তিনি। তারপর থেকে যেন ক্রিজে কেউ থিতুই হতে পারেননি। জহুরুলও সাজঘরে ফিরেন মাত্র এক করে। মাহমুদউল্লাহ রিয়াদ ও মালান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি থেমে যায় ৬৪ রানে। ব্যক্তিগত ১১ রান করে মুস্তাফিজের বলে এলবিডব্লিউর শিকার হন রিয়াদ। রিভিউ নিলেও সেই যাত্রায় বাঁচতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ।

আরিফুল হক ও মালান ধীরগতির ব্যাটিংয়ে দলের রান বাড়লেও সেটি পুষিয়ে দিতে পারেননি শেষদিকে। দলীয় ৯২ রানের মাথায় আরিফুল বিদায় নেন ১২ রানে। আরও ৯ রান যোগ করতে বিদায় নেন মালানও (২২)। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে খুলনা। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পান প্রথম ম্যাচ খেলতে নামা উদানা।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানে মোহাম্মদ হাফিজকে হারায় রাজশাহী। তারপর অবশ্য পেছনে ফিরে তাকাতে হয়নি রাজশাহী কিংসকে। অভিজ্ঞ মুমিনুল হক ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বেশ দায়িত্ব নিয়েই জয়ের লক্ষ্য ব্যাটিং করতে থাকেন। লক্ষ্য ছোট হওয়াতে তাড়াহুড়া করেননি মুমিনুল, মিরাজের কেউই।

মুমিনুল ও মিরাজ মিলে গড়েন ৮৯ রানের জুটি। দলীয় ১০০ রানে ব্যক্তিগত ৪৩ বলে ৪৪ রান করে স্টার্লিংয়ের বলে আউট হন মুমিনুল। ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে যায় রাজশাহী কিংস। অধিনায়ক মিরাজও দেখা পান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। মিরাজ ৫১ করে আউট হলেও ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় রাজশাহী কিংস।

সংক্ষিপ্ত স্কোরঃ

খুলনা টাইটান্স ১১৭-৯ (ওভার ২০)

জুনায়েদ ২৩, মালান ২২: উদানা ৩-১৫

রাজশাহী কিংস ১১৮-৩ (ওভার ১৮.৫)

মিরাজ ৫১, মুমিনুল ৪৪: জহির ১-১৮

ফলাফলঃ ৭ উইকেটে জয়ী রাজশাহী।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)