বাবেশিকফো’র তৎপরতায় বাতিল হবে ৪% কর্তন প্রজ্ঞাপন, চালু হচ্ছে টাইম স্কেল
এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন প্রজ্ঞাপন বাতিলের ব্যাপারে ডিজি মহোদ্বয়ের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ।সোমবার (৪ মার্চ) মহা-পরিচালক জনাব প্রফেসর ডঃ সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক এর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি জনাব মোঃ সাইদুল হাসান সেলিম ও মহাসচিব জনাব মোঃ আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল ইসলাম মাসুদের নেতৃত্বে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
৪% কর্তন করলে শিক্ষকদের কোন লাভ হবে না, দীর্ঘ সময় এ বিষয়ে যুক্তি উপস্থাপন করা হলে বিস্তারিত আলোচনার পর ডিজি মহোদ্বয় অবসর ও কল্যাণ ট্রাস্টের অমানবিক অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপনটি স্থায়ীভাবে বাতিলের বিষয়ে আশ্বস্ত করেন।
মাননীয় ডিজি মহোদয় আরো আশ্বস্ত করেন এবং বলেন, “অতি দ্রুত টাইম স্কেল চালু হচ্ছে”।
এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মাননীয় সাংসদ অধ্যাপক জনাব এম এ মতিন স্যার।
এম এ মতিন স্যারও এ ব্যাপারে খুবই আন্তরিক আলোচনা করেন।
উল্লেখ্য অবসর ও কল্যাণ ট্রাস্টের নামে অমানবিক অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম প্রথম থেকে বিভিন্নভাবে প্রতিবাদ, সমাবেশ ও কুটনৈতিক তৎপরতা অব্যহত রেখেছেন।
সূত্রঃ অন্যদৃষ্টি ডট কম