নববর্ষে ফুল-বাতাসা বিতরণ করলো পুলিশ
বাংলা নববর্ষে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নেয়া হয়েছে নানা আয়োজন। নববর্ষের অন্যতম আকর্ষণ রমনা পার্কে বর্ষবরণের অনুষ্ঠান চলছে। রমনা পার্ক ঘিরেই মানুষের মূল উপস্থিতি। এজন্য এই এলাকায় আগত মানুষের জন্য শুভেচ্ছা উপহার দিচ্ছে ডিএমপি। এর মধ্যে রয়েছে ফুল, পানি ও বাতাসা।
পার্কের পাশে একাধিক বুথ থেকে শিশুদের লাল গোলাপ ও বড়দের হাতে বাতাসা দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা।
রমনা উদ্যানের অস্তাচল গেটের পাশে ছোট্ট একটি স্টল খুলে ডিএমপি সদস্যরা গোলাপ ফুল সাজিয়ে বসে আছেন। সেখানে আসা শিশুদের গোলাপ ফুল ও বড়দের হাতে বাতাসার প্যাকেট খুলে দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন তারা। অসংখ্য নারী-পুরুষ ও শিশুকে ব্যাপক উৎসাহ নিয়ে স্টলের সামনে গিয়ে বাতাসা ও গোলাপ ফুল সংগ্রহ করতে দেখা গেছে।
শুধু ফুল আর বাতাসা নয় রমনা বটমূলের পাশে পুলিশের পক্ষ থেকে ছায়ানটের অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে খাবার পানীয় বিতরণ করতেও দেখা যায়।
পুলিশের এমন আয়োজনে দারুণ খুশি দর্শনার্থীরাও। বিশেষ করে পুলিশের কাছ থেকে ফুল উপহার পেয়ে শিশুদের মধ্যে বেশি আনন্দ লক্ষ্য করা গেছে।
সৌজন্যেঃ বাংলাদেশ জার্নাল