অতিরিক্ত ৪% কর্তনের অপচেষ্টা বন্ধ চাই

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৯

মোঃ আবুল হোসেন

বাংলাদেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থায় শুরু হয়েছে কর্তন কর্তন খেলা। যে খেলায় স্বকীয় কিছু স্বার্থপর শিক্ষক নেতা। আগে থেকেই অবসর ও কল্যান তহবিলে ( ৪% + ২%) বা ৬% কর্তন করা হত। আর এই ৬% কর্তনের জন্য অবসরে যাওয়ার পর শিক্ষকরা পেত (৭৫ + ২৫) বা ১০০ মাসের বেতনের সমতুল্য সর্বশেষ স্কেলের সমান টাকা। কিন্তু কিছু স্বার্থপর শিক্ষক নেতা এই কর্তন বাড়িয়ে ১০% করার জন্য দুই বৎসর যাবত উঠে পড়ে লেগেছে যার পরিপেক্ষিতে গত জানুয়ারি মাস থেকে কারিগরি শাখায় এই ১০% কর্তন শুরু হয়ে গেছে যা এখনো চলমান রয়েছে। আর এখন জেনারেল স্কুল, কলেজ, মাদ্রাসার ও অতিরিক্ত ৪% কর্তন করার আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে এপ্রিল মাসের বেতন থেকে তাদের ও ১০% কর্তন করা হবে। কিন্তু বাড়তি কোনো সুযোগ সুবিধা না দিয়ে এই কর্তন করাটা কতটুকু যুক্তিযুক্ত তা কতৃপক্ষের নিকট শিক্ষক সমাজের জানার ইচ্ছে। অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা না দিয়ে এই কর্তন শিক্ষক সমাজ কোনো দিন ও মেনে নিবে না।পূর্বের হিসেব মতে এই অতিরিক্ত ৪% কর্তন করা হলে বেসরকারি শিক্ষকদের সুবিধা দিতে ১৭৫ মাসের বেতনের সমতুল্য সর্বশেষ স্কেলের সমান। আর যদি কোনো সুযোগ সুবিধা ঘোষণা না করে এই কর্তন করা হয় তাহলে আসতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর কর্মসূচী। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু স্বার্থপর লোক এ অবস্থার জন্য দায়ী। এসব লোকের হীন প্রচেষ্টা বেসরকারি শিক্ষক সমাজ কোনো দিন ও সফল হতে দিবে না।

এই কর্তন কর্তন খেলা বন্ধ করে বেসরকারি শিক্ষকদের পেনশনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। চাকরি শেষে এই অবসর ও কল্যান তহবিলের টাকা তুলতে যেহেতু বছরের পর বছর দৌড় ঝাপ পাড়তে হয় তাহলে কেন এই কর্তন?
চাকরির শেষ প্রান্তে এসে যদি মানবেতর জীবনযাপন করতে হয় তাহলে এই কর্তনের কি সুফল পাব? বন্ধ করুন এই নাটক যা বাস্তব জীবনে মেনে নেয়া যায় না। যে শিক্ষকদের এই সামান্য টাকায় সংসারের ব্যয়ভার বহন করাই অসম্ভব হয়ে পড়েছে সেখানে আবার অতিরিক্ত কর্তন।
ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ সংসার চালানোর খরচ শিক্ষকরা কোথায় পাবে বলুন?
অভাব অনটন নিয়ে যাদের জীবন চলে তাদেরকে বেচে থাকার শেষ সম্বল টুকু কেটে নিয়ে নিঃস্ব করবেন না। যদি পারেন এই অবহেলিত শিক্ষকদের পাশে এসে দাড়ান। পারলে সমগ্র বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করুন। সরকারি ন্যায় কর্তন করে পেনশনের ব্যবস্থা করুন। মরার ওপর আর খাঁড়ার ঘা দিবেন না। তা বেসরকারি শিক্ষক সমাজ আর সহ্য করতে পারবে না। দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর কোনো কিছুতেই কাজ হবে না। শিক্ষা ব্যবস্থায় নেমে আসবে কলির সন্ধ্যা। শুরু হবে বিশৃঙ্খলা নষ্ট হবে শিক্ষার স্বাভাবিক পরিবেশ যা কোনো মধ্যম আয়ের দেশের জন্য শুভলক্ষণ নয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এই অতিরিক্ত কর্তন বন্ধ করার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ এই যে,আপনি এই বেসরকারি শিক্ষকদের অতিরিক্ত কর্তন বন্ধ সহ সমগ্র শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিন।
বাঙালি জাতি চিরকাল আপনে স্মরণে রাখবে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন আপনিই একমাত্র সম্পূর্ণ করতে পারবেন এটাই আমাদের বিশ্বাস।

লেখকঃ মোঃ আবুল হোসেন
কুকুটিয়া কে,কে,ইনস্টিটিউশন
শ্রীনগর, মুন্সিগঞ্জ
সিনিয়র যুগ্ম -মহাসচিব
বাংলাদেশ শিক্ষক সমিতি।
০১৯১৬২৯২৪৮৩

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)