সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর, এমসিকিউ বাদ : গণশিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিদিন ডেস্ক
শিক্ষা প্রতিদিন ডেস্ক,
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, এবছর তথা ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এমসিকিউ থাকছে না। তিনি বলেন, ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন অংশ নেবে। এর মধ্যে ছাত্র এক লাখ ৬৬ হাজার ৮১৪ জন এবং ছাত্রী এক লাখ ৫১ হাজার ৩৯ জন। এ পরীক্ষায় গতবারের চেয়ে ২৩ হাজার ৪৭২ জন ছাত্রছাত্রী বেশি অংশ নিচ্ছে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী দুই লাখ ১৯ হাজার ৭৮৬ জন বেশি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আগামী রবিবার ১৮ নভেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এবার তথা ২০১৮ সালের পিএসসি পরীক্ষায় অংশ নেবে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন এবং ছাত্রী ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী ২৮ হাজার কম।

সংবাদ সম্মেলনে মন্ত্রীর ব্রিফিংপ্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তিন হাজার ৬৩ জন এবং ইবতেদায়ি পরীক্ষায় ২৩১ জনসহ মোট তিন হাজার ২৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থী অংশ নেবে। এ বছর সাত হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশে সাত হাজার ৩৯৭টি এবং দেশের বাইরে ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট সব ধরনের কোচিং বন্ধ থাকবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, নির্বাচনের কারণে ফল প্রকাশ এবং বই বিতরণে কোনও সমস্যা হবে না। নির্ধারিত দিনেই ফল প্রকাশ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রতি বছরের মতো এবারও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি জেলার পরীক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। পরিক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দিয়েছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষা মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তাফা কামাল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদির, অতিরিক্ত সচিব সচিব মো. গিয়াস উদ্দিন প্রমুখ।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)