সরকারি হলো আরও ১৬ মাধ্যমিক বিদ্যালয়
বেসরকারি ১৬টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। আজ ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি করা হয় এসব প্রতিষ্ঠানকে।
এর আগে আর ২৮০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এ নিয়ে মোট ২৯৬টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।
তালিকা:
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা কথা ছিল।