বাংলাদেশকে দুঃসংবাদ শোনাল আইসিসি
ব্যাপক প্রস্তুতির পর এরই মধ্যে বিশ্বকাপ অভিযানের পথে পা বাড়িয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজের অন্য দল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৫ মে থেকে শুরু হবে তিন জাতির লড়াই। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দলকে দুঃসংবাদ শোনাতে একটুও কার্পণ্য করেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আইসিসির বার্ষিক র্যাংকিংয়ে অবস্থান না পেছালেও রেটিং কমে গেছে বাংলাদেশের। সেটা শুধুমাত্র ওয়ানডেতেই নয়, টেস্টেও। টেস্টে বাংলাদেশের রেটিং কমেছে ৩ পয়েন্ট এবং ওয়ানডেতে রেটিং কমেছে ৪। আজই প্রকাশ করা হয় আইসিসির বার্ষিক র্যাংকিং। যেখানে দেখানো হয়েছে কেবল টেস্ট এবং ওয়ানডের র্যাংকিং।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের র্যাংকিংয়ের হিসেব থেকে বাদ দেয়া হয়েছে ২০১৫-১৬ সালের ফলাফল। ২০১৬-১৭, ২০১৭-১৮ মৌসুমের ফলাফলে ৫০ ভাগ নেয়া হয়েছে এবং ২০১৭-১৮ মৌসুমের পর বাকি ফলগুলো নেয়া হয়েছে শতভাগ।
এই নিয়মে হিসেব করার পর দেখা যাচ্ছে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষেই থাকছে ভারত। যদিও দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে কেবল ২ পয়েন্টের ব্যবধান ভারতের।