শিক্ষক লাঞ্ছিত বনাম মানবতা লাঞ্ছিত
পাবনার শহীদ বুলবুল সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ মাসুদুর রহমান। এইচ এস সি ১২ তারিখের পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ার কারনে কতিপয় বখোটে,সন্ত্রাসী ছাত্রের হামলার শিকার হলেন। ভিডিওটা দেখে মন খুব খারাপ লাগলো। ভদ্রলোকের মনের ভিতর তখন কি চলতেছিল তাই ভাবছিলাম। তবে সবচেয়ে প্রগাঢ় অনুভুতি হয়েছে ঘেন্নার, লজ্জার। কি সাহস, কি স্পর্ধা এই নষ্ট প্রজন্মের!
তবে মাসুদ সাহেব একা নন, এই রকম হামলা অতীতে অনেক শিক্ষকের উপর হয়েছে যেমন,নারায়ণগঞ্জে শ্যামল কান্তিকে ১০০ শত বার কান ধরে উঠবস করানো।আর তাছাড়া নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রবণতা বেড়েই চলেছে। গতবছর বরিশালে ম্যানেজিং কমিটির নির্বাচনের জের ধরে শিক্ষকের মাথায় মানুষের মল ঢালা। পরীক্ষার হলে অনৈতিক কাজে বাধা দেওয়ার কারনে রড় দিয়ে শিক্ষকের দাত ভেঙ্গে দেওয়া। এই রকম অহরহ অনেক ঘটনা ঘটতেছে যার সবগুলো লোক লজ্জ্বার ভয়ে প্রকাশ হচ্ছে না। যা শিক্ষা ব্যবস্থ্যার জন্য চরম হুমকি স্বরুপ।
আজ শিক্ষক লাঞ্ছিত হচ্ছে নৈতিক শিক্ষা,মানবতা এবং সামাজিক অবক্ষয়ের মাধ্যমে। শিক্ষক লাঞ্ছিত হওয়া আজকাল ক্যান্সারের আকার ধারন করেছে।
এই থেকে পরিত্রান পেতে সামাজিক মূল্যবোধ একান্ত জরুরি। নৈতিক শিক্ষার অভাবের কারনে আজ এই অবস্থার সৃষ্টি হচ্ছে। তাই এই বিষয়ে মনোযোগ দেয়া উচিৎ। সমাজের প্রতিটি স্তরে সবাইকে সচেতন হওয়া প্রয়োজন।
আমরা যদি আজ ও এই ব্যাপারে সচেতন না হই। তাহলে এটা সমাজ ব্যবস্থ্যাকে ধ্বংশ করে দিবে। যেখানে শিক্ষকরা সর্ব উচ্চ সম্মান পাওয়ার কথা। সেখানে আজ শিক্ষকেরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে। এই নৈতিক অবক্ষয়ের কারনে। এটা শিক্ষক লান্ঞ্ছিত নয় এটা হচ্ছে বাঙ্গালী জাতি লান্ঞ্ছিত, মানবতা
লাঞ্ছিত ।
লেখকঃ
মোহাম্মদ আজাদ
সহ-গনসংযোগ সম্পাদক (কেন্দ্রীয় কমিটি)।
বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল)।
গুথুমা কেবিএ আজিজ আদর্শ উচ্চ বিদ্যালয়।