জাতীয়করণের যত সুবিধা
:
বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করা হলে কে লাভবান হবেন আর কে ক্ষতি গ্রস্ত হবে তা তুলে ধরার প্রয়াস করছি মাত্র।সরকারী করা হলে আমার মতে শতভাগই সুবিধা।নিম্ন তা তুলে ধরলাম!
★দরিদ্র জনগোষ্ঠির মধ্যে লেখা পড়ার প্রবনতা বৃদ্ধি পাবে।
★দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পরা বন্ধ হবে।
★দরিদ্র জনগোষ্ঠির উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত হবে।
★সরকার ঘোষিত গ্রাম অঞ্চল শহরে রুপান্তর করার কাজ শতভাগ সম্পন্ন হবে।
★সামগ্রিক উচ্চ শিক্ষার হার বৃদ্ধি পাবে।
★দরিদ্র জনগোষ্ঠি অর্থনৈতিক ভাবে উপকৃত হবে।
★ধ্বনি দরিদ্রের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর হবে।
★শিক্ষাক্ষেত্রে বিরাজমান সকল বৈষম্যের অবসান হবে
★প্রতিষ্ঠানে উপযুক্ত লেখা-পড়া উপযোগী পরিবেশ তৈরী হবে।
★বেসরকারী শিক্ষকরা অর্থনৈতিক মুক্তি পাবে।
★ শিক্ষকরা পাঠদানে আন্তরীক হবে।
★বেসরকারী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাব।
★দেশ শিক্ষিত জন শক্তিতে রুপান্তরিত হবে।
★উন্নত রাষ্ট্র বিনির্মানের কাজ সহজ সাধ্য হবে।
★শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সহায়ক শক্তি অর্জনে ভূমিকা রাখবে।
★বিশ্বের দরবার জাতি হিসবে বাংলাদেশীরা মাথা উঁচু করে বাঁচতে পারবে।
★দরিদ্র মুক্ত দেশ গঠিত হবে।
★সরকারের প্রতি দেশের প্রতিটি নাগরিকের আস্থা বাড়বে।
★মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে, ফলে শিক্ষার মানন্নোয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখনে।
★শিক্ষকদের উপর ম্যানেজিং কমিটির নিপীড়ন, নির্যাতন বন্ধ হবে।
★স্থানীয় ম্যানেজিং কমিটির দৌরাত্মতা কমবে।
★স্থানীয় উৎশৃঙ্খল বখাটেদের থেকে শিক্ষার্থী নির্যাতন, নিপীড়ন ও হ্রাস পাবে।
★দরিদ্র অভিভাবকের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
★শহর ও গ্রামের বৈষম্যের অবসান হবে।
★ফলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শতভাগ সফলতা আসবে।
★সকল বেসরকারী প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমেই দেশের বিরাজমান সকল বৈষম্য দূর হবে এবং জাতি ও দেশ উন্নতির চরম শিখরে আরোহণ করবে।
★জাতির জনকের অপূরণীয় স্বপ্ন বাস্তবায়িত হবে।
★তাই বলা যায় জাতীয়করণ শুধু শিক্ষকদের স্বার্থে নয় গোটা জাতি ও দেশের স্বার্থেই বেশি প্রয়োজন।
★সর্বোপরি মানুষের প্রধান একটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
অতএব,উপরের বিষয়গুলো বিবেচনা পূর্বক,সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২০১৯/২০ অর্থ বাজেটেই জাতীয়করণের ঘোষনা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উন্নত দেশ ও জাতি গঠনের পরিকল্পনা শতভাগ পূরণ করবেন বলে আমি বিশ্বাস করি।
মোহাম্মদ মোকাররম হোসেন(আপন),
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ শিক্ষক সমিতি( নজরুল)।
চট্টগ্রাম বিভাগ।