ঈদের আগে বেতন-বোনাস পেতে শঙ্কা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৩ মে ২০১৯ | আপডেট: ০৯:০৬ এএম, ২৪ মে ২০১৯

ঈদ মোবারক
এই ঈদে আত্নীয়-পরিজনদের চাওয়া-পাওয়া মিটাতে হিমশিম খাচ্ছেন এদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের উৎসব ভাতা মূল বেতনের সিকি ভাগ যা তাদের চাহিদার তুলনায় অত্যন্ত নগন্য। বর্তমান দ্রব্য-মুল্যের ঊর্ধ্ব গতির বাজারে এই সিকি বোনাস দিয়ে তাদের সন্তান-সন্ততিদের চাহিদা মিটানোই অসম্ভব। কিন্তু এই সিকি আনন্দটাও মাটি হয়ে যাবে যদি ঈদের আগে বেতন-বোনাস না পাওয়া যায়। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর আগামী ৫ জুন হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৮ মে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদানের আদেশ জারি করেছে। কিন্তু পাঁচ লক্ষাধিক এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মে/১৯ মাসের বেতন এবং ঈদ বোনাসের ছাড়ের ব্যাপারে আদেশ জারি হলেও শেষ সময় ০৩ জুন ২০১৯ খ্রিঃ। শহর এলাকার শিক্ষকরা নির্ধারিত সময়ে বেতন তুলতে পারলেও গ্রাম অঞ্চলের অনেক শিক্ষক-কর্মচারীদের
বেতন-বোনাস উত্তোলন করতে পারা অনিশ্চিত। ফলে শিক্ষক-কর্মচারীরা পরিবার -পরিচজন নিয়ে গভীর হতাশায় দিন ঘুনছে।

এ বিষয়ে শিক্ষকদের অনুভুতি জানতে চাইলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাধীন তালুকনগর উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর আজিজুর রহমান বলেন, রমজান শেষে ঈদ আসে আনন্দ নিয়ে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে ঈদ আসে বেদনার বার্তা নিয়ে। আমাদের মাঝে সব সময় না পাওয়ার দুশ্চিন্তা কাজ করে। আমি আজ চার বছর যাবত চাকরি করছি। এ যাবত কোন ঈদ বোনাস ঈদের আগে উত্তোলন করতে পারিনি। যদিও অধিদপ্তর আগে চেক ছাড়ে। উত্তোলনে সময়সীমা অনেক বেশি দেওয়া থাকে বিধায় ব্যাংক কর্তৃপক্ষ নানান টালবাহানা করে। বলে এমপিও শীট এখনও আসেনি এমপিও শীট আসলেও বলে টাকা আসেনি। তিনি আরও বলেন, একই অধিদপ্তর থেকে যদি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস যথা সময়ে আসে, বেশিকদের বেলায় কেন এত সময় লাগে? তিনি মনে করেন এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া প্রয়োজন। কারিগরি অধিদপ্তরাধীন শিক্ষকরা বেতন পান প্রতি মাসের উত্তোলনের সময়সীমার শেষদিন।

একই উপজেলার বাচামারা উচ্চ বিদ্যালয়ের সহাকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ আলী বলেন, আমরা একই শিক্ষাক্রম অনুসারে শিক্ষার্থীদের লেখা পড়া করাই। আমরাও চাই সরকারি শিক্ষকদের ন্যায় উৎসব ভাতা এবং যথা সময়ে বেতন।

এদেশের পাঁচ লক্ষাধিক এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের প্রানের দাবি, মূল বেতনের শতভাগ উৎসব ভাতা এবং ঈদের আগেই বেতন প্রাপ্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া।

ঈদের আনন্দ বয়ে আসুক সকলের জীবনে এমনটাই প্রত্যাশা শিক্ষা প্রতিদিন পরিবারের।

শিক্ষা প্রতিদিন/সম্পাদকীয়/এ আর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)