ব্রোন ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র স্বাধীন বাঁচতে চায়
সামাউন আলী || সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার তাড়াই গ্রামের আবু সাইদ এর পুত্র স্বাধীন। তাড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র সে। ১ মাস আগে ও শৈশবের দুরন্তপনা যার পিছু ছাড়তে না, এখন তার চিৎকারে ঘুম ভেঙ্গে যায় প্রতিবেশীদের। যন্ত্রণাকাতর স্বাধীন আজ অসহায়। বিছানা তাঁর সাথী।
শৈশবের সাথীদের ভুলে যন্ত্রনার সাথী তাঁর আপন। ব্রোন কান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। দিনমজুর সাইদের সামর্থ নাই চিকিৎসা করানোর, এজন্য সমাজের বিত্তবান ব্যাক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন। বিকাশে সহযোগিতা করতে পারেন ০১৭৪২-২৯৭১০৭ পার্সোনাল নম্বর।
শিক্ষা প্রতিদিন/০২/সা.আ