নাটোরের চলনবিল অঞ্চল সিংড়ায় কৃষি বিশ্ববিদ্যালয় চাই

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ৩ জুন ২০১৯ | আপডেট: ০৮:৪০ পিএম, ৩ জুন ২০১৯

চলন বিল
সামাউন আলী সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
চলনবিল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিল। এর ভৌগোলিক অবস্থান ও সীমানা বিশাল। সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এ তিনটি জেলার প্রায় ৯ উপজেলা জুড়ে এ বিলের বিস্তৃতি। ৪০০ বছর আগে এ বিলটি রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার অধিকাংশ স্থানজুড়ে বিস্তৃত ছিল। ব্রহ্মপুত্র ও পদ্মা নদীর মিলনস্থলের পশ্চিম-উত্তর অংশে চলনবিল বিরাজমান।

উত্তরাঞ্চলে কৃষির উন্নয়ন ও কৃষিশিক্ষার মান উন্নয়নের জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকার্য। ধান ও অন্যান্য ফসল উৎপাদনে এই অঞ্চলের মাটি অত্যন্ত উপযোগী। দেশের উত্তরাঞ্চলের কৃষি ব্যবস্থা ও কৃষি শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেননা জলবায়ু পরিবর্তনের ফলে দেশের উত্তরাঞ্চলের কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে যায়।
চাহিদা ও উপযোগিতা কাজে লাগাতে এবং কৃষি শিক্ষা ও কৃষি কাজের মান বাড়াতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় চায় এ অঞ্চলের সচেতন মানুষ।

মো. সামাউন আলী সুমন, বি.বি.এ (সম্মান) হিসাব বিজ্ঞান (অধ্যয়নরত)
ছাত্র- গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ, সিংড়া-নাটোর।

শিক্ষা প্রতিদিন/ নাটোর/সা.আ.সু