প্রতিভা ছাত্র কল্যাণ আর্থিক সহায়তা কেন্দ্র সংগঠনেরএর আহবায়ক কমিটি গঠন
সামাউন আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর জেলার সিংড়া উপজেলায় ছাত্রদের উদ্যোগে প্রতিভা ছাত্র কল্যান আর্থিক সহায়তা কেন্দ্র নামে একটি সংগঠন করা হয়েছে।উক্ত সংগঠনের প্রধান উদ্যোগক্তা ও পজিটিভ বাংলাদেশ সংগঠনের নাটোর জেলা প্রতিনিধি,মোঃ সামাউন আলী (সুমন)কে আহ্বায়ক এবং জাতীয় যুব সংসদ বাংলাদেশ সংগঠন এর সিংড়া গোল ই আফরোজ সরকারী কলেজ ইউনিটের প্রধান সমন্বয়ক,আরিফুল ইসলাম (আরিফ)কে সদস্য সচিব করে নাটোর জেলার সিংড়া উপজেলার প্রতিভা ছাত্র কল্যান আর্থিক সহায়তা কেন্দ্র সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস.এম রাজু আহম্মেদের সভাপতিত্বে রবিবার (০৯ জুন) সকাল ১০টায় অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
রুম টু রিড সংস্হার খন্ডকালিন শিক্ষক ও প্রতিভা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক,মোঃসাজেদুর রহমান(সাজেদ)এর পরিচালনায় কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলার তথ্য কেন্দ্র ইউনিটের তথ্য সেবা সহকারী, জাফরিন সুলতানা, বিশিষ্ট সমাজসেবী,তানিয়া সুলতানা(রেখা), বিশিষ্ট সমাজ সেবক,সাদেকুর রহমান (চঞ্চল),আশা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকা,কামরুন নাহার (মিতু), মোছাঃসুমি খাতুন,মোছাঃ শারমিন আক্তার, সিংড়া মডেল প্রেস ক্লাবের প্রচার ও গনসংযোগ বিষয়ক সম্পাদক, রনজু আহম্মেদ,পুলিশ সদস্য, আলমগীর হোসেন,সেনাবাহিনী সদস্য,পারভেজ মাহমুদ ও ০৯ নং তাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, রাজীব প্রাং,০২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক, এস,এম সোহাগ, ০১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক, মিলন হোসেন,সাইফুল ইসলাম,রাসেল আহম্মেদ,আশিক আলী সহ আরো অনেকে।
উক্ত সভায় বক্তারা বলেন,প্রতিভা ছাত্র কল্যান আর্থিক সহায়তা কেন্দ্র সংগঠন এর মূল উদ্দেশ্য হলো গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য সহযোগীতা করা। এছাড়া ও সমাজে অনেক গরীব ও মেধাবী ছাত্র -ছাত্রী আছে যারা পড়া শোনা খরচ বহন করতে পারছেনা তাদের পাশে দাঁড়ানো।এছাড়া ও বিভিন্ন সমাজ সেবা মুলক কাজে সহযোগিতা করাই এই সংগঠের মুখ্য উদ্দেশ্য।
এসময় স্হানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন,সাব্বির, সুশান্ত, ইমরান,সজিব,সাইদ,মিঠু,শান্ত,সোহেল , ফরহাদ,প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সকলের সম্মতিতে উক্ত সংগঠনের প্রধান উদ্যোগক্তা মোঃ সামাউন আলী কে আহ্বায়ক এবং আরিফুল ইসলাম কে সদস্য সচিব নির্বাচিত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।