দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে প্রজেক্ট রিভিউ কর্মশালা অনুষ্ঠিত
মন্জুর আলী শাহ || দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে প্রজেক্ট রিভিউ কর্মশালা অনুিষ্ঠত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপিসি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ জুন) বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বিগত ২০১৮ সালের যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং ২০১৯ সালের যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তায়নের বিষয়ে বিস্তারিত আলোচানা করা হয়।
কর্মশালায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপিসি ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, প্রোগ্রাম অফিসার বার্নার্ড কুজুর, লাইভলীহুড প্রোগ্রামের টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট কাজল কুমার দে, হেল্থ-নিউট্রিশন এন্ড ওয়াশ প্রোগামের টেকনিক্যাল স্পেশালিষ্ট সুশান্ত কুমার রায়, জুনিয়র প্রোগ্রাম অফিসার অনন্ত সরকার বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এছাড়া কর্মশালায় দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, সহায়তাকারী বিলকিস বেগম, নার্গিস আক্তারসহ দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ১৩টি ইউএনডিসি কমিটির সদস্য, শিশু ফোরাম সদস্য, সহযোগি সংস্থা ও দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় সরকারের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।