ঠাকুরগাঁওয়ে বিএডিসির চুক্তিবদ্ধ গম বীজ চাষিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোর্রেশনের
(বিএডিসি) বীজের গম ক্রয়ের মূল্য গত বছরের তুলনায় কেজিতে ৩ টাকা
কম নিধার্রণ করায় চুক্তিবদ্ধ গম চাষিরা মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও
প্রতিবাদ সমাবেশ করেছে।
রোববার দুপুরে শহরের চৌরাস্তায় বিএডিসি কৃষক ফোরাম ঠাকুরগাঁও
জোনের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে
বকত্ব্য রাখেন, বিএডিসি কৃষক ফোরামের সভাপতি কুতুব উদ্দীন,
সাধারাণ সম্পাদক এসএম এমদাদুল হক, চাষি মামুন উর রশীদ, রফিকুল
ইসলাম, ইনুস আলী, খেলাফত হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
গমাবেশে চাষীরা দাবি করে বলেন গত বছরের চেয়ে বাজারে এবার গমের দাম
বেশি তার পরেও এবার প্রতি কেজিতে ৩ টাকা কম নিধার্রণ করা হয়েছে।
গত বছর প্রতি কেজি প্রত্যায়িত ও মানঘোষিত বীজের গম ৩৫ টাকা এ
বছর ৩২ নিধার্রণ করা হয়েছে। গত বছর বাজারে কাঁচা গমের বাজার ছিল
প্রতি কেজি ১৯ টাকা। আর এবার বাজারে কাঁচা গম ২৩ টাকা থাকলেও
বিএডিসি বীজের গম কেজিতে ৩ টাকা কমিয়ে ৩২ টাকা নির্ধারণ
করেছে। এতে চাষিরা লোকশানের মুখে পরছেন।