নভেম্বরের এমপিওতেই ৫ শতাংশ প্রবৃদ্ধি

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

শিক্ষা মন্ত্রণালয়

এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের সাথেই ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি যুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। সোমবার (১৯ নভেম্বর) শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত নভেম্বর মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন উপসচিব্ ও সিনিয়র সহকারি সচিব অংশ নেন। অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৮ অথবা ২৯ নভেম্বর বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের নভেম্বর-২০১৮ মাসের অনুদানের চেক ব্যাংকে পাঠানো হতে পারে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তরকে দেয়া এক চিঠিতে ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও আগামী বৈশাখী থেকে বৈশাখী ভাতা দেয়ার আদেশ দেয়া হয়েছে।

শিক্ষা প্রতিদিন / নিউজ ডেস্ক / এ আর


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)