ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২২ জুন ২০১৯

ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ
বাজেটে সাংস্কৃতিক খাতে ব্যয় সংকোচন করার প্রতিবাদে ও বরাদ্দ বাড়ানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।

শনিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টা ব্যাপী এ কর্মসুচি পালন করে সাংস্কৃতিক কর্মীরা। সারা দেশে সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করতে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে বক্তারা বলেন, কমপক্ষে বাজেটের শতকরা ১ভাগ সাংস্কৃতিক খাতে বরাদ্দ দিতে হবে। তা না হলে ঝিমিয়ে পড়বে সাংস্কৃতিক অঙ্গন, মাথা চাড়া দিয়ে উঠবে জঙ্গীবাদ।

বক্তব্য দেন-উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাংস্কৃতিক কর্মী অমল টিক্কু প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)