ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের ধারণায় “অদম্য বাংলাদেশ কন্যার নির্মিত”

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২৫ জুন ২০১৯

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের ধারণায় “অদম্য বাংলাদেশ কন্যার নির্মিত”
গৌতম চন্দ্র বর্মন|| ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন ইতিহাস। এ অভিন্ন ইতিহাসকে স্মরণীয় করে রাখতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের পশ্চিম প্রান্ত সিঁড়ি সংলগ্ন দ্বিতল ভবনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে যে উক্তিটি করেছিলেন “সাত কোটি বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না” রেসকোর্স ময়দানে ১৮ মিনিটের বক্তব্যে তিনি বলেন, “মনে রাখবা,রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।এখানে ৭ মার্চের পরবর্তী ঘটনা প্রবাহ হতে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের অভ্যুদয়, ২০০০-২০১৫ পর্যন্ত এমডিজি সফল বাস্তবায়ন, ২০২০ এ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উৎযাপন, ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পরিকল্পনা,২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মধ্যম আয়ের দেশে রুপান্তর, ২০১৬-২০৩০ এসডিজি বাস্তবায়ন, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ এর ৩টি বাতিঘর আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি।

বাংলাদেশের সমৃদ্ধি ও সুশাসন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষে উন্নতির সর্বোচ্চ শিখরে আহরণ, ২১০০ সালের ডেল্টা প্ল্যান, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং ১০টি মেগা প্রকল্প সচিত্ররুপে স্থান পেয়েছে এ কর্ণারে। এখানে আরো বাংলাদেশের অতীত জন্মইতিহাস - ৫২ এর ভাষা আন্দোলন ,৫৪ এর যুক্তফ্রন্ট গঠন,৫৬ এর শাসনতন্ত্র আন্দোলন, ৬২এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান,৭১ এর মুক্তিযুদ্ধসহ বর্তমান মিশন ও ভবিষ্যৎ ভীশন তরুন প্রজন্মের নিকট তুলে ধরাই এ অদম্য বাংলাদেশ কর্ণার স্থাপনের মূল উদ্দেশ্য। এ সময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, পর্যায়ক্রমে ঠাকুরগাঁও এর সকল উপজেলা পরিষদে ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্ণার স্থাপন করা হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনায় তরুন জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই এ পরিকল্পনা। এবং তিনি ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীসহ সকল নাগরিককে অদম্য বাংলাদেশ কর্ণার দেখার আমন্ত্রণ জানান।