১২জুলাই জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন ও আলোচনা সভা করবে বাশিস (নজরুল)
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিবেদিত সংগঠন বাশিস ( নজরুল) শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত টাকা কর্তন এর আদেশ অবিলম্বে প্রত্যাহার সহ আসন্ন ঈদুল আযহার পূর্বেই ২৫% এর পরিবর্তে সরকারী নিয়মে ঈদবোনাস এবং এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এক সাথে জাতীয়করণের দাবিতে মানব বন্ধন ও আলোচনা সভা করবে আগামী ১২জুলাই সকাল -১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে।
আশা করি নিজ অধিকার আদায়ে সোচ্চার হয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সমাজ এবার জাগ্রত হবেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা ও উপজেলা এবং বিভাগীয় পর্যায়ের সকল শিক্ষক কর্মচারী সহ সকলে আমন্ত্রিত।
মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত থাকবেন-বিশিষ্ট শিক্ষক নেতা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সমন্বয় কমিটির নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন মিয়া এবং বাংলাদেশ সংবাদ পত্র ফাউন্ডেশনের মহাসচিব মোঃ সাঈদুল হোসেন সাহেদ।
একই দিন বিকেলে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। শিক্ষকদের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।সবাই আমন্ত্রিত। সকল সংগঠনের নেতৃবৃন্দকে মানব বন্ধন কর্মসূচী সফল করার অনুরোধ করছি।
মানব বন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সমন্বয় কমিটির মুখপাত্র জনাব মোঃনজরুল ইসলাম রনি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতির সংগ্রামী মহাসচিব মোঃ মেজবাহুল ইসলাম প্রিন্স। সার্বিক দায়িত্বে থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এবং মনসুর ইকবাল। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির সাংগাঠনিক সম্পাদক জনাব মোঃ সিরাজুল ইসলাম।
শিক্ষা প্রতিদিন/।বাশিস/মো.সি.ই.