দিনাজপুর সেন্ট যোসেফস্ স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৭ জুন ২০১৯

দিনাজপুর সেন্ট যোসেফস্ স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মন্জুরআলী শাহ , দিনাজপুর প্রতিনিধিঃ
২৭ জুন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেন্ট যোসেফস্ স্কুলে “বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনব্যাপী বিজ্ঞান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিজ্ঞান মেলার সকল কার্যক্রমের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রিসেন্ট কিন্ডার গার্টেন এন্ড গার্লস হাই স্কুলেন প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই এস.সি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজ্ঞান মেলার আহবায়ক সেন্ট যোসেফস্ স্কুলের সহকারী শিক্ষক আশীষ কুমার সিংহ, সহকারী প্রধান শিক্ষক সিস্টার রুমা পালমা এস.সি, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রণয় রোজারিও, আমন্ত্রিত অতিথি বাংলাদেশ সায়েন্স ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রেসিডেন্ট মোঃ মকিদ হায়দার শিপন প্রমুখ। উক্ত দিনব্যাপী বিজ্ঞান মেলায় বেবী শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০জন শিক্ষার্থী ১৫০টি প্রজেক্ট প্রদর্শণ করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ক্ষুদে বিজ্ঞানীরা আজ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট তৈরীর মাধ্যমে আগামীতে বড় আকারের প্রজেক্ট তৈরী করে বিশ^কে তাক লাগিয়ে দিবে আমরা এই ক্ষুদে বিজ্ঞানীদের কাছে আশা করছি।

শিক্ষা প্রতিদিন/দিনাজপুর/ম.আ.শা

প্রতিনিধি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)