সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশের ইতিহাসের পাতায় ঠাকুরগাঁওয়ে নির্মিত “অদম্য বাংলাদেশ কর্ণার”

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি,
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৮ জুন ২০১৯

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশের ইতিহাসের পাতায়  ঠাকুরগাঁওয়ে নির্মিত “অদম্য বাংলাদেশ কর্ণার”
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশের ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে ও ঠাকুরগাঁয়ের কোমলমতি শিশুসহ তরুণ প্রজন্মের নিকট বাংলাদেশের অতীত জন্ম ইতিহাস,ভাগ্যাহত বাঙালি জাতির মুক্তির অকুতোভয় অগ্রদূত, ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের মাধ্যমে আপামর সাত কোটি বাঙালিকে উজ্জীবিত কারী ও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বর্তমান মিশন ও ভবিষ্যৎ ভিশন তুলে ধরতে জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিমের ঐকান্তিক প্রচেষ্টায় ও জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগীতায় জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতল ভবনের সিঁড়ি সংলগ্ন পশ্চিম প্রান্তে “অদম্য বাংলাদেশ কর্ণার” স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম বলেন, গত কয়েক মাস থেকে “অদম্য বাংলাদেশ কর্ণার” এর নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে গত ২১জুন শুক্রবার ।

২৬জুন বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্মিত “অদম্য বাংলাদেশ কর্ণার”ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, বিচারপতি হাসানুজ্জামান পরিদর্শনে আসলে তার সাথে ডঃ কেএম কামরুজ্জামান সেলিম,সরকারের মিশন ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে কথা বলে। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার। এছাড়া জেলা প্রশাসক আরো বলেন, ‌বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে যে উক্তিটি করেছিলেন “সাত কোটি বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না” রেসকোর্স ময়দানে ১৮ মিনিটের বক্তব্যে তিনি বলেন, “মনে রাখবা,রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।এখানে ৭ মার্চের পরবর্তী ঘটনা প্রবাহ হতে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের অভ্যুদয়, ২০০০-২০১৫ পর্যন্ত এমডিজি সফল বাস্তবায়ন, ২০২০ এ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উৎযাপন, ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পরিকল্পনা,২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মধ্যম আয়ের দেশে রুপান্তর, ২০১৬-২০৩০ এসডিজি বাস্তবায়ন, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ এর ৩টি বাতিঘর আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি।

বাংলাদেশের সমৃদ্ধি ও সুশাসন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষে উন্নতির সর্বোচ্চ শিখরে আহরণ, ২১০০ সালের ডেল্টা প্ল্যান, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং ১০টি মেগা প্রকল্প সচিত্ররুপে স্থান পেয়েছে এ কর্ণারে। এখানে আরো বাংলাদেশের অতীত জন্মইতিহাস - ৫২ এর ভাষা আন্দোলন ,৫৪ এর যুক্তফ্রন্ট গঠন,৫৬ এর শাসনতন্ত্র আন্দোলন, ৬২এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান,৭১ এর মুক্তিযুদ্ধসহ বর্তমান মিশন ও ভবিষ্যৎ ভীশন তরুন প্রজন্মের নিকট তুলে ধরাই এ “অদম্য বাংলাদেশ কর্ণার”স্থাপনের মূল উদ্দেশ্য। গত ২৭ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান, এডভোকেট অরুনাংশ দত্ত টিটো, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিবর্গ জেলা প্রশাসক কার্যালয়ে নির্মাণকৃত “অদম্য বাংলাদেশ কর্নার ” পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নিকট বিভিন্ন দিক উপস্থাপন করেন।

পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশ দত্ত টিটো বলেন, আজ জেলা প্রশাসক ড:কে এম কামরুজ্জামান সেলিম এ “অদম্য বাংলাদেশ কর্নার” স্থাপন করে যে নজির স্থাপন করলেন, তা ঠাকুরগাঁয়ের মানুষের
নিকট আপনি চির স্মরণীয় হয়ে থাকবেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)