বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর স্থায়ী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ৩ আগস্ট ২০১৯

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর স্থায়ী কমিটির সাধারণ সভা   অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি ||
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর স্থায়ী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল চারটায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ মাদ্রাসা জাতীয়করণ, ইসলামি আরবি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সাম্পতিকালে জারি করা প্রবিধানে শিক্ষক নিয়োগে মাদ্রাসার জেনারেল টিচার্সদের বঞ্চিত করা হয়েছে বলে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা করেন এবং সংশোধনের দাবি জানান । মূল বেতনের শতকরা হিসেবে বাড়ি ভাড়া প্রদান ও প্রভাষকদের পদোন্নতির ক্ষেত্রে ৫:২ অনুপাত প্রথা বাতিল করে সকল প্রভাষকদের ৮ বছর চাকরিকালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া এবং পরবর্তীতে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার আহ্বান জানান ।

এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ কে আনুরোধ করা হয় ।
সংগঠনের মহাসচিব জহির উদ্দিন হাওলাদার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফজলুল বারী বেলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ শান্ত ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ খোরশেদ কবির মাসুদ ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।