জেএসসির ফরম পূরণের সময় বাড়লো

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৫:৫৫ এএম, ৯ আগস্ট ২০১৯

মাধ্যমিক ও উচ্চ  মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
নিজস্ব প্রতিবেদক ||
জেএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা বোর্ড। ৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর ২২ আগস্ট পর্যন্ত ফরমপূরণের টাকা জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবরা (৮ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

গত ৩০ জুলাই থেকে ২০১৯ খ্রিষ্টাব্দের জেএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলে। অনলাইনে জেএসসির ফরম পূরণ করা যাবে। আর আগামী ৬ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের টাকা জমা দেয়ার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। তবে, আজ বৃহস্পতিবার ফরম পূরণের সময় বাড়ানো হল।

জানা গেছে, জেএসসি পরীক্ষার ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ১০০ টাকা দিতে হবে। আর কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)