জাতীয়করণ আদায়ে বৃহত্তর ঐক্যের প্রয়োজন
মোঃ আবুল হোসেন, নিজস্ব প্রতিনিধি ||
সংগঠন ভিন্ন হতে পারে কিন্তু দাবি মোদের এক। তাই আর কোন ভিন্ন মতামত পোষণ করা ঠিক নয়। সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সংগঠন গুলোকে এক প্লাটফর্মে আসতে হবে। ঐক্য ছাড়া জাতীয়করণ আদায় করা কখনো সম্ভব হবে না। কোন সংগঠনের একার পক্ষে আন্দোলন করে দাবি আদায় হবে না। বরং আমাদের দাবি দূর্বল হয়ে যাবে। যার যার মত আন্দোলন করলে কোন ফল পাওয়া যাবে না। বরং আমাদের ক্ষতিই হবে বেশি। আজ পর্যন্ত বৃহত্তর আন্দোলন ছাড়া কোন দাবিই পূরণ হয়নি। বর্তমানে ও ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়া আদায় করতে সক্ষম হব না। আমাদের দাবি দাওয়া আদায় করতে হলে তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। মুখে মুখে জাতীয়করণ চাই বললে জাতীয়করণ আদায় হবে না। জাতীয়করণ পেতে হলে জাতীয়করণের দাবিকে অন্তরে লালন করতে হবে। সকল সংগঠনকে এক মঞ্চে উঠতে হবে। দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না এই পণ করতে হবে। সংগঠন যার যার জাতীয়করণ সবার। সমন্বয়হীনতার জন্য যদি দাবি আদায় না হয় তা সত্যিই হতাশাজনক।
সকল সংগঠনের নেতৃবৃন্দের তাই সময় করে গোলটেবিল বৈঠকে বসতে হবে। কীভাবে সমস্যার সমাধান করা যাবে তা নিয়ে আলোচনা জরুরি। সকলকে মান অভিমান ভুলে গিয়ে এগিয়ে আসতে হবে। আমি বড় নেতা এই প্রবণতা মন থেকে বাদ দিয়ে এগিয়ে আসতে হবে। দাবি আদায়ই হবে এখানে মূখ্য বিষয়। নেতৃত্ব ধরে রাখা নয়। বৃহত্তর স্বার্থ পেতে হলে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এটা মনে রাখতে হবে। আমরা যদি ঐক্য গড়ে আন্দোলন করতে পারি তাহলে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমরা কে কোন সংগঠনের সাথে যুক্ত সেটা মূখ্য বিষয় নয়।
আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এটাই মূখ্য বিষয়। আন্দোলনের জন্য ছাড় দিয়ে সকলকে এগিয়ে এসে দাবি আদায়ের পক্ষে অবস্থান নিতে হবে। দাবি আদায়ের পক্ষে কাজ করতে হবে। আন্দোলন ছাড়া দাবি আদায় করা সম্ভব নয়। দাবি আদায় করতে হলে ত্যাগ স্বীকার করতেই হবে। ঘরে বসে বসে আন্দোলন সফল করা যায় না। সবাইকে এক যুগে রাজ পথে নামতে হবে। সবাইকে তাই সকল জড়তা কাটিয়ে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর নয় অনৈক্য এবার করতে হবে ঐক্য।
আমার বিনীত অনুরোধ আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য গড়ে তুলার জন্য এগিয়ে আসুন। দাবি আদায়ের পক্ষে কাজ করুন।
ধন্যবাদান্তে
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম -মহাসচিব
বাশিস নজরুল
কেন্দ্রীয় কমিটি