শিক্ষার্থীদের জন্য টেলিটকের নতুন চমক!
বন্ধ সিমে টেলিটক নিয়ে এলো অবিশ্বাস্য অফার। শিক্ষার্থীদের জন্যে টেলিটকের ‘বর্ণমালা’ ও ‘আগামী’ প্যাকেজের গ্রাহকেরা এখন থেকে উপভোগ করবেন ১ সেকেন্ড পালস্। এছাড়াও বন্ধ টেলিটক সিম চালু করে ৪৯ টাকা রিচার্জ করে পাচ্ছেন ৪৭ পয়সা/মিনিট* ভয়েস কলরেট (যেকোন অপারেটরে) এবং ২ জিবি ফ্রি ডাটা (মেয়াদ ১৫ দিন) ও ১০০ এসএমএস একদম ফ্রি।
সাথে আরও পাচ্ছেন –
৩জিবি @ ৩৮ টাকা (মেয়াদ ৭ দিন),
১জিবি @ ৪৫ টাকা (মেয়াদ ৩০ দিন) এবং
২জিবি @ ৭৭ টাকা (মেয়াদ ৩০ দিন)।
৪৭ পয়সা / মিনিট* উপভোগ করতে গ্রাহককে আবার ৪৯ টাকা রিচার্জ করতে হবে যা তার মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হবে। প্রতিবার ৪৭ পয়সা / মিনিট* কলরেট উপভোগের মেয়াদ ৩০ দিন।
২ জিবি ফ্রি ডাটা এবং ফ্রি ১০০ এসএমএস শুধুমাত্র প্রথম রিচার্জের জন্য প্রযোজ্য।
ভয়েস কলরেটে প্রতি সেকেন্ডে পালস্
বন্ধ সিম অফারের আওতাধীন কিনা তা যাচাই করতে গ্রাহকগণ যেকোন টেলিটক নম্বর থেকে মোবাইল নম্বরটি লিখে এসএমএস করুন ১১২ নম্বরে (বিনামূল্যে) ।
উল্লেখ্য, বর্ণমালা সিম ২০০৫ থেকে ২০১৯ সালে এসএসসি পাসকৃত সকল ছাত্রছাত্রী বর্ণমালার জন্য আবেদন করতে পারবে।সিমের মূল্য ১০০ টাকা । বর্ণমালা সিমের জন্য আবেদনের পদ্ধতি নিম্নোক্ত ফরম্যাটে টেলিটক নাম্বার থেকে SMS এর মাধ্যমে বর্ণমালা সিমের জন্য নিবন্ধন করতে হবে-BOR
#সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবেঃ
-টেলিটক কর্তৃক সিম উত্তোলনের মেসেজ
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে।