রুহিয়ায় শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও ||
রুহিয়ায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়েছিল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। আর এমন সুযোগ কাজে লাগিয়ে বন্ধুর সহযোগিতায় মুখ চেপে ধরে প্রায় ৬ ঘন্টা ব্যাপি একাধিকবার ধর্ষণ করে এলাকার এক বখাটে ছেলে। এমনই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাত হতে রোববার ভোর পর্যন্ত রুহিয়া থানাধীন কানিকশালগাঁও গ্রামে। উক্ত ঘটনায় গত রোববার বিকেলে মেয়ের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, মেয়েটি স্থানীয় ৩নং কশালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত।
বিকাল বেলা তার পরিবারের লোকজন স্কুলছাত্রীকে থানায় নিয়ে আসলে মেয়েটির মুখে ঘটনা শোনার পর ধর্ষক ও তার সহযোগী বন্ধুর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযুক্ত ধর্ষক রুহিয়া থানার কানিকশালগাঁও গ্রামের হামিদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও তার সহযোগী একই গ্রামের ইন্তাজুল হকের ছেলে রাশেদ (১৮)। মেয়েটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।